সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭

শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

সোলার প্যানেল সার্জিং সিষ্টেম

নিজেই তৈরী করুন স্বল্প খরচে সোলার চার্জিং সিষ্টেম

 

 27 টিউমেন্টস 42,203 দেখা 53 প্রিয়

ইলেক্ট্রনিক্স

বন্ধুরা অনেক সালাম প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার টেকটিউনস এ আমার প্রথম ব্লগ। ইলেকট্রনিক্স  সার্কিট তৈরী করা কারো হবি কারো হয়তো পেশা তবে সার্কিটের ডায়াগ্রাম দেখে সার্কিট তৈরী করতে কেউ হয়তো পারদশী আবার অনেকেই হয়তো একদম বুঝতেই পারেন না।

কখনো দেখা যায় কোন একটি সার্কিট আপনি তৈরী করলেন কিন্তু দেখা গেল একই সার্কিট বাজারে রেডিমেট অনেক কমদামে বিক্রি হচ্ছে। তাহলেতো মন খারাপ হবারই কথা। কথা গুলো শুনে হয়তো ভাবছেন আমি এধরনের কোন সার্কিট নিয়ে কথা বলবো। না ভাই, আপনাকে আশ্বস্থ করছি আমি যে সার্কিটের কথা বলতে যাচ্ছি সেটা নি:সন্দেহে আপনি বাজারের দামের চাইতে অনেক কমদামে তৈরী করতে পারবেন।

আজকাল বিভিন্ন বেসরকারী সংস্থার অবদানে আমরা নেহায়েত পল্লী এলাকায় সোলার পৌছাতে দেখছি সেখানে আলো জ্বলছে, ফ্যান ঘুরছে কিংবা কম্পিউটার চলছে। এর সবই হচ্ছে সোলার বা সৌর বিদ্যুতের সাহায্যে।

আমাদের ইউনুস মার্কা এনজিও গুলো সোলার এর কেমন দাম নিচ্ছে সে প্রসংগে নাই বা গেলাম। কিন্তু নগদ টাকায় কিনে নিলে হয়তো এর চাইতে অনেক সাশ্রয়ী দামে কেনা সম্ভব।

এধরনের একটি সোলার সিষ্টেমে যা যা থাকে :

প্রয়োজনীয় সংখ্যক সোলার প্যানেলসোলার চার্জিং ইউনিট/চাজ কন্ট্রোলারপ্রয়োজনীয় অ্যাম্পিয়ারের যে কোন ধরনের রিচার্জেবল ব্যাটারীপ্রয়োজনীয় লোড (বাতি, ফ্যান ইত্যাদি)

আর যদি আপনি বিদ্যুৎ সংযোগ আছে এধরনের যায়গায় ইমার্জেন্সি লাইট জালাতে চান তাহলে অটো সুইচিং এ ব্যবস্থা করতে হবে। আমি আজ আপনাদের সামনে একটি সোলার ড্রাইভেন মিনি ইমার্জেন্সী লাইটের চার্জার ইউনিট (চার্জ কন্ট্রোলার) নিয়ে হাজির হয়েছি

সোলার ৬ভোল্ট, ৪.৫এ্যাম্পিয়ার ব্যাটারী চার্জ কন্ট্রোলার

আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের চার্জার সার্কিট ব্যবহার করে থাকি। যাতে করে কোন অবস্থাতেই ব্যাটারী ওভার চার্জড কিংবা ডিপলি ডিসচার্জ না হয়ে যায়। আর এরকম হলে আমাদের দামী রিচার্জেবল ব্যাটারী আয়ুস্কাল কমে যাবে। আর তাই ব্যাটারী আয়ুস্কাল ঠিক রাখতে একটি মানসম্মত ব্যাটারী চার্জার সার্কিটের কোন বিকল্প নেই।

আমি আজ আপনাদেরকে যে সার্কিট ডায়াগ্রামটি দিতে যাচ্ছি সেটি হয়তো কারো সংগ্রহে থাকতে পারে।

সার্কিটটিতে ১২ভোল্ট, ৫ওয়াট এর ১টি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। কেউ চাইলে প্যানেলের স্থলে ১২ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করে এসি কারেন্ট থেকে চার্জ করতে পারবেন।

ব্যাটারী হিসেবে বাজারের বহুল প্রচলিত 6V 4.5Amp এর (SUNCA) ব্যাটারী ব্যবহার করা হয়েছে। বাজারে এধরনের ব্যাটারী ৩২০টাকা থেকে ৩৫০টাকার মধ্যেই পাওয়া যায়।  আর ভালো কোয়ালিটির (জার্মানীর তৈরী) সোলার প্যানেল ১০০টাকা ওয়াট হতে পারে  অর্থাৱ ৫ওয়াটের ১টি প্যানেলের দাম ৫০০টাকার মতো হবে চায়নার তৈরী হলে ৬৫ টাকা থেকে ৮৫/৯০টাকার মধ্যে প্রতি ওয়াটের দাম হবে। চাইনিজ সোলার প্যানেল গুলোর মান ততোটা ভালো নয় এগুলোর কারেন্ট সাপ্লাই কম তাছাড়া কম রোদে চার্জ হতে চায়না। সে তুলনায় জার্মানীর তৈরী  সোলার প্যানেলগুলো ঢের ভালো। এই চার্জার সার্কিটটিতে সয়ংক্রিয় ভোল্টেজ এবং কারেন্ট নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিদ্যুত সরবরাহের জন্য রয়েছে ১টি ১২ভোল্ট সোলার প্যানেল, ১২ভোল্ট প্যানেল সাহায্যে ৬ভোল্ট ব্যাটারী চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে LM317 ভোল্টেজ রেগুলেটর আইসি। সোলার প্যানেল থেকে প্রয়োজনীয় কারেন্ট D1 ডায়োড এরমধ্য দিয়ে রেগুলেটর আইসি’র ইনপুট এ আসবে যার আউটপুট কারেন্ট এবং ভোল্টেজ দুটোই নিয়ন্ত্রন করা LM317 এর এডজাষ্টিং পিন দ্বারা। ৬ভোল্টের ব্যাটারী চার্জ করার জন্য  LM317 এর আউটপুট ভোল্টেজ ৯ভোল্টে সীমিত  রাখতে হবে। তাই ভেরিয়েবল রিজিষ্টারটি LM317 এর এডজাষ্টিং পিন এবং গ্রাউন্ড/ নেগেটিভ প্রান্তের মধ্যে সংযোগ দেয়া হয়েছে। ব্যাটারী ডিসচার্জিং রোধ করার জন্য D2 ডায়োডটিব্যবহার করা হয়েছে। D2 এর আউটপুটে চার্জিং কারেন্ট নিয়ন্ত্রনের জন্য ১ওয়াটের ১০০ওহমস মানের  (R3) রেজিষ্টার ব্যবহার করা হয়েছে।

সার্কিটে ব্যবহৃত একমাত্র ট্রানজিষ্টর T1 এবং জেনার ডায়োডটি ZN কাট-অফ সুইচ  হিসেবে ব্যবহার করা হয়েছে। সাধারনত ট্রানজিষ্টরটি বন্ধ থাকবে যাতে করে ব্যাটারী চার্জ হতে থাকবে। যখনই ব্যাটারীর দুই প্রান্তের ভোল্টেজ 6.8Volt এ পৌছে যাবে তখনি ZN জেনার ডায়োডটিট্রানজিষ্টরের বেস এ কারেন্ট সরবরাহ করবে। সাথে সাথে ট্রানজিষ্টরটি রেগুলেটরের আইসি’র আউটপুটকে গ্রাউন্ডিং করে চার্জিং বন্ধ করে দেবে। তাই কোন ভাবেই ব্যাটারীর ওভারচার্জড হবার সুযোগ নেই।

আশা করছি সার্কিটটি আপনাদের কাজে লাগবে। শুভকামনা করে আপনাদের গঠনমুলক মন্তব্যের অপেক্ষায় আজকের মতো বিদায় নিচ্ছি। 

সোমবার, ৯ অক্টোবর, ২০১৭

দোতলা বাস =ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রুটে

ঢাকা-চট্টগ্রাম রুটে দ্বিতল বাস

 

ঢাকা-চট্টগ্রাম রুটে চালু হয়েছে বেসরকারি পরিবহন সংস্থা গ্রীন লাইন পরিবহনের আধুনিক মানের দ্বিতল বাস সার্ভিস। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বিতল এ বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। 
ভিডিও: মোস্তাফিজুর রহমান

বুধবার, ৪ অক্টোবর, ২০১৭

ভয় কি? জানতে হলে পড়তে হবে!

ভয় কী? ভয়কে জয় করার উপায় কী? ভবিষ্যতের অহেতুক ভয় হয়। আমিও জানি, যা ভয় করছি তা হবে না কিন্তু এই ভয় আমার বর্তমানকে নষ্ট করছে। কী করবো?

উত্তর : নেতিবাচক চিন্তার জননী হচ্ছে ভয়। ভয় এক অদৃশ্য ভূত। অনেকের জীবনেই ভয় তাড়া করে বেড়ায় ছায়ার মতো। এই ভয়ই হচ্ছে আমাদের ব্রেনকে বেশি বেশি কাজে লাগানোর পথে সবচেয়ে বড় অন্তরায়। ভয় যে কত ধরনের হতে পারে তার ইয়ত্তা নেই। রোগ ভয়, লোক ভয়, বার্ধক্যের ভয়, প্রিয়জন বিচ্ছেদের ভয়, নিরাপত্তার ভয়, ব্যর্থতার ভয়, দারিদ্রের ভয়, পোকা মাকড়ের ভয়, ভূতের ভয়, মৃত্যুভয় ইত্যাদি। তবে মজার ব্যাপার হচ্ছে, ভয়ের অবস্থান হচ্ছে আমাদের সচেতন মনে। আপনি যদি এই ভয়গুলো কাগজে-কলমে লিপিবদ্ধ করে ফেলেন, তাহলে এগুলোকে যথাযথভাবে শনাক্ত করতে পারবেন। পারবেন এগুলোর উৎস খুঁজে বের করতে। একবার যথাযথভাবে লিপিবদ্ধ করতে পারলে এগুলোর আকৃতি হবে লিখিত অক্ষরের সমান। তখন আপনি এ ভয়গুলোর বিরুদ্ধে সহজে পদক্ষেপ ও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 

আমরা যদি আমাদের সচেতনতার সমুদ্রের গভীরে এই ভয়গুলোকে বিচরণ করতে দেই তাহলে আমাদের অজান্তেই এগুলো লালিতপালিত হয়ে নাদুস-নুদুস হয়ে উঠবে। এগুলোর হাত থেকে আমরা কখনো রেহাই পাবো না। গভীর সমুদ্রে অনেক বিশাল বিশাল প্রাণী বাস করে। এগুলোকে যদি কোনোভাবে সমুদ্রের তীরে নিয়ে আসা যায়, তাহলেই এদের মৃত্যু ঘটে। ভয়কেও একইভাবে মোকাবেলা করতে হবে। 

ভয় কখনো গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণের আলো সহ্য করতে পারে না। ভয় হচ্ছে অন্ধকারের কীট। আলোয় এলেই তা মুখ থুবড়ে পড়ে যায়। আমাদের জীবনের সবচেয়ে বেশি সমস্যার কারণ হচ্ছে অনির্দিষ্ট ভয়। 

‘যদি এমন হয় তবে কি হবে’ এই আতঙ্কই আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। তাই আপনার আশঙ্কাকে কাগজে স্পষ্ট করে লিখে ফেলুন। লেখার পর জিজ্ঞেস করুন, এরপর কী হবে? সবচেয়ে খারাপটাই লিখুন। কাগজে বড় করে লিখুন। যাতে করে আপনি দেখতে পারেন। 

ভয়ের হাত থেকে বাঁচার সহজ পথ একটাই। তা হচ্ছে, ভয়ের কথা কাগজে লিখে তা পুড়িয়ে ফেলা। এভাবে আপনি পর্বতপ্রমাণ ভয়কেও নিষ্ক্রিয় করে দিতে পারেন। কারণ অজানা বিষয় যখনই জানা হয়ে যায়, তখনই ভয় তার রহস্য ও শক্তি দুই-ই হারিয়ে ফেলে। 

যেমন, অন্ধকারে কাকতাড়ুয়া দেখেও আপনি ভূত ভেবে ভয় পেতে পারেন। কিন্তু একবার টর্চের আলো ফেলুন। ব্যস! সব শেষ। আপনি বুঝতে পারবেন আপনার ভয়ের উৎস সামান্য খড়কুটো, বাঁশ আর একটা হাড়ি ও একটা ছেঁড়া-ফাটা জামা মাত্র। 

তাই ভয়কে মনের গহীনে বাস করতে দেবেন না, তাকে চোখের সামনে তুলে আনুন। কাগজে লিখে ফেলুন। অদৃশ্য দৈত্যকে দৃশ্যমান অক্ষরে পরিণত করুন। আর পুড়িয়ে ফেলুন অক্ষরগুলোকে। 

ভয় থেকে মুক্তি পাওয়া বা ভয়কে কাবু করার আরেকটা পথ হচ্ছে ভয়কে নিয়ে ঠাট্টা করা। ভয়কে জয় করার জন্যে অবজ্ঞা ও অবহেলার চেয়ে সফল অস্ত্র আর কী হতে পারে! আপনি ক্ষমতা না দিলে আপনার ওপর ভয়ের কোনো ক্ষমতা থাকতে পারে না। যে কাজকে ভয় পান সাহস করে তা করে ফেলুন। ভয় সম্পর্কে আপনাকে মনে রাখতে হবে যে, কেউই ভয় থেকে মুক্ত নন। ভয় পান নি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। তবে যারা সফল, যারা বীর তারা ভয়কে মোকাবেলা করেছেন, ভয়কে নিয়ে উপহাস করেছেন, ভয়কে অতিক্রম করেছেন। তারা কখনো ভয়ের কাছে আত্মসমর্পণ করেন নি। 

আপনার জীবনেও অনেক পরিস্থিতি আসবে, যার মুখোমুখি হতে আপনি ভয় পান। হয়তো আপনি ইন্টারভিউ বোর্ডকে ভয় পান, নতুন লোকের সাথে আলাপ করতে ভয় পান, দাঁতের ডাক্তারের কাছে যেতে ভয় পান, ইনজেকশন নিতে ভয় পান, বিমানে চড়তে ভয় পান। ঠিক আছে। আপনার এ ভয় নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি শুধু একে মোকাবেলা করুন। ভয় কাটিয়ে ওঠার চেষ্টা করুন। যে কাজকে ভয় পাচ্ছেন, সাহস করে কাজটা করে ফেলুন। বিশ্বাস করুন! আপনি সরাসরি ভয়ের ওপর ঝাঁপিয়ে পড়লে ভয় পালাবার পথ পাবে না। আবার এমনও হতে পারে-আপনি যে কাজকে ভয় পাচ্ছেন সাহস করে করার পর সে কাজেই অপার আনন্দ লাভ করতে পারেন। 

যেমন, আপনি বিমান ভ্রমণে ভয় পান। বিমানে কোনোদিন ওঠেন নি। সাহস করে উঠে পড়ুন বিমানে। যখন নিচের দিকে তাকাবেন, পৃথিবীকে যখন আকাশ থেকে দেখবেন তখনকার নতুন দৃষ্টি আপনাকে, আপনার উপলব্ধির ভান্ডারকে সমৃদ্ধ করবে। 

দাঁতের ডাক্তারের কাছে সাহস করে প্রথমেই চলে যান। হয়তো তিনি আপনার দাঁত ফেলে না দিয়ে রেখে দেয়ার ব্যবস্থা করতে সক্ষম হতে পারেন। সাহস করে ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হোন। আপনার চাকরি বা পদোন্নতির দরজা খোলার এটাই তো পথ। 

ব্যর্থতার ভয় আপনাকে পেয়ে বসেছে! এটা আপনাকে কাটাতে হবে। তা না হলে আপনি কাজ শুরু করতে পারবেন না। সাধারণত দেখা গেছে, ব্যর্থ লোকরাই ব্যর্থতাকে ভয় পায়। কারণ তারা শুরু করতেই সাহস পায় না। আপনি সফল হবেন না বলে বিশ্বাস করলে আপনি কাজ শুরু করতে পারবেন না। আর কাজ শুরু না করা এক গুরুতর অপরাধ। মনকে বলুন, সাফল্যের পথ কুসুমাস্তীর্ণ নয়, ব্যর্থতা অতিক্রমের মাধ্যমেই আসে সাফল্য। 

কাজ শুরু করুন। লক্ষ্য উঁচু রাখুন। কথায় বলে, সূর্যের দিকে তীর মারলে তা অন্তত বড় গাছের মগডালে গিয়ে লাগবে। তাছাড়া ব্যর্থতার চিন্তাকেও আপনি ইতিবাচকভাবে ব্যবহার করতে পারেন। যেমন, একটি উদ্যোগে যদি আশাব্যঞ্জক ফল না পাওয়া যায় তাহলে এর বিকল্প কী পদক্ষেপ নেয়া যায় আগে থেকেই তা ঠিক করে রাখুন। তখন ভয় আপনার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। 

ভয়কে জয় করার আরেকটি বড় অস্ত্র হচ্ছে ভান করা। ভান করুন, এমনভাবে অভিনয় করুন, যেন আপনার জীবনে ভয়ের কোনো অস্তিত্ব নেই। মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট অকপটে স্বীকার করেছেন-‘আমার জীবনে বহু কিছু ছিলো যা নিয়ে আমি প্রথমে ভয় পেতাম। কিন্তু সে কাজগুলো করতে গিয়ে আমি সবসময়ই ভান করতাম যে, আমি আদৌ ভীত নই। ভান করতে করতেই আমার ভয় কমে যেতে লাগলো। আমার এখন কোনো কিছু নিয়েই ভয় নেই। ইচ্ছে করলে বেশিরভাগ মানুষের জীবনেই এ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে’।প্রেসিডেন্ট রুজভেল্টের জীবনে যেটা সত্যি আপনার জীবনেও তা সত্যি হতে পারে। ভয়কে জয় করার জন্যে আপনি একই পন্থা অবলম্বন করুন। জোর করে ভান করুন যে, আপনি ভয় পান নি। আপনি বোঝার আগেই দেখবেন যে, ভানটাই সত্যে পরিণত হয়েছে। 

আসলে আমাদের অধিকাংশের জীবনে ভয় হচ্ছে ভবিষ্যতের কাল্পনিক বিপদ নিয়ে। ভবিষ্যতে কী বিপদ হতে পারে, কী ঝামেলা হতে পারে ইত্যাদি। ভবিষ্যৎ সংক্রান্ত অনিশ্চয়তা নিয়ে আপনি আপনার বর্তমানের সুন্দর সময়গুলোকে নষ্ট করছেন। আপনি আগামীকালকে যত বেশি ভয় পাবেন, ততই আপনি আজকের দিনটিকে কাজে লাগাতে ও উপভোগ করতে ব্যর্থ হবেন। বর্তমানকে পুরোপুরি কাজে লাগান, বর্তমান নিয়ে আপনি ব্যস্ত থাকুন, ভবিষ্যৎ নিজেই নিজের যত্ন নেবে। জীবনকে, জীবনের গতিকে ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানকে পরিপূর্ণভাবে কাজে লাগান, উপভোগ করুন। কারণ আপনার জীবনে বর্তমান আর দ্বিতীয়বার ফিরে আসবে না।

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

তিন তিনটা বছর একসাথে থেকে এখন

বউ সাজিয়ে তিন বছর ধরে কলেজছাত্রীকে নিয়মিত ধর্ষণ
September 30, 2017
টাঙ্গাইলের সখীপুরে বিয়ের আশ্বাসে এক কলেজছাত্রীকে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনায় ওই কলেজছাত্রী বাদী হয়ে সখীপুর থানায় ধর্ষণ মামলা করেছেন।

জানা গেছে, ২০১৪ সালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের এসডিএস মোড় এলাকায় মুক্তিযোদ্ধা লিয়াকত আলী ওরফে জাকু খানের ছেলে শাহিন খানের সঙ্গে জাকু খানের ছোট ভায়রা খোরশেদ আলমের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের সিদ্ধান্ত হয়।

শাহীন খানের পরিবার মেয়েটিকে তাদের ছেলের বউ হিসেবে মেনেও নেয়। ওই সময় মেয়েটির বিয়ের বয়স ১৮ না হওয়ায় তাদের বিয়েটি রেজিস্ট্রি (কাবিন) করা হয়নি বলে জানান তারা। এরপর থেকেই শাহীন খান ও মেয়েটির মধ্যে প্রথমে প্রেম ও পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিন তারা স্বামী-স্ত্রী হিসেবেই মেলামেশা করেছেন।

স্বামী-স্ত্রী সম্পর্ক নিয়ে শাহীনের অনেক স্বজনের বাড়িতেও গেছেন তারা। শাহীন খানের বাবা লিয়াকত হোসেন খান ওরফে জাকু খান তাকে তার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছেন বলেও জানান অভিযোগকারী মেয়েটি।

গত মাসে বিয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় শাহিন ও মেয়েটি বিয়ের প্রস্তুতির বিষয়ে আলোচনাকালে উভয় পরিবারের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। পরে পরিবারের সিদ্ধান্তে শাহীন ওই মেয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এ নিয়ে মঙ্গলবার সকালে বিষয়টি নিষ্পত্তি করতে গ্রাম্য সালিশে তাদের পূর্বের সব সম্পর্কই অস্বীকার করে শাহীনের পরিবার। এ নিয়ে ওই বৈঠকে তাদের অপমান করা হয়েছে বলেও জানান মেয়েটি। এর ফলে তারা ওই সালিশি বৈঠক ত্যাগ করেন।

অভিমানে মঙ্গলবার দুপুর থেকে বিয়ের দাবিতে সে তার হবু বর শাহিন খানের বাড়িতে অনশন শুরু করেন। অনশন অবস্থায় বুধবার রাতে তাকে শাহিনের পরিবারের লোকজন বাড়ি থেকে বের করে দিতে ব্যাপক মারধর করেন। এ সময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত শাহীন খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

সখীপুর পৌরসভার নিকাহ রেজিস্ট্রার (কাজি) ও উপজেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক শফিউল ইসলাম বাদল সালিশি বৈঠকের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি মিমাংসার জন্য বসা হলেও দুই পক্ষ বিপরীত অবস্থানে থাকায় সমাধান করা সম্ভব হয়নি। ওই বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিনসহ স্থানীয় মাতব্বররা উপস্থিত ছিলেন।

শাহীন খানের বাবা লিয়াকত আলী খান ওরফে জাকু খান জানান, আমার ছেলের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ সত্য নয়। ওই মেয়েটি শাহীনের বউ দাবি করে আমার বাড়ি ওঠে বসেছিল। তাই তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

সারলা

Bari Siddiqui - Sorola | সরলা | Full Audio Album | Sangeeta http://tz.ucweb.com/9_2DiGc

সুন্দর গান

প্রেমের জ্বালা বড় জ্বালা - ভালবাসার অভিমানের গান"bangla sad song"Best bangla song"bangla music http://tz.ucweb.com/9_2Dhsa

বাস্তবে কি তাই

মহিলা ওসির লালসার শিকার কনস্টেবল ~ দেখুন কিভাবে http://tz.ucweb.com/9_2DhE4

মাত্র একবার ব্যবহার করে দেখুন

শুধুমাত্র ১ বার ব্যবহার করেই যৌবন ধরে রাখতে পারবেন আজীবনঃ নারী পুরুষ উভয়ের জন্যই [ দেখুন ভিডিও]

inShare

মূলত যৌন আচরণের যে দিকটি পুরুষের জন্য অত্যন্ত স্পর্শকাতর তা হলো পুরুষাঙ্গ বা লিঙ্গের উত্থানে ব্যর্থতা। এটিকে আমরা অনেক সময় ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। অবশ্য মেডিকেল টার্ম হিসেবে একে ইম্পোটেন্স বা পুরুষত্বহীনতাও বলা হয়ে থাকে।

একজন পুরুষ যখন যৌন সঙ্গম বা যৌনমিলনের জন্য মনোশারীরিকভাবে প্রস্ততি লাভ করে তখন যদি তার লিঙ্গ বা পুরুষাঙ্গ সঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্থিন না হয় তবে তা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক। সন্তোষজনকভাবে সেক্স করার জন্য ইরেকশন বা লিঙ্গের পর্যাপ্ত উত্থান একটি বাধ্যতামূলক আচরণ।

এর ফলশ্রুতিতে পুরুষের যৌন আগ্রহ বা যৌন ইচ্ছার যেমন ঘাটতি দেখা যায় তেমনি চরমপুলক অনুভূতি লাভও তার ভাগ্যে জোটে না। যে পুরুষ এর ভুক্তভোগী তিনিই কেবল জানেন এর কেমন মর্মপীড়া। অথচ মেডিকেল স্বাস্থ্য বিজ্ঞানে পুরুষত্বহীনতার অনেক আধুনিক কার্যকারী চিকিৎসা রয়েছে।

এখানে উল্লেখ্য যে,ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত নানা সমস্যা যে কোনো বয়সের পুরুষের ক্ষেত্রেই হতে পারে। হঠাৎ করে দুই একবার লিঙ্গ উত্থিন না হওয়া কোনো বড় সমস্যা নয় এটি আপনাআপনি দূর হয়ে যায়।অনেকের মনে এ প্রশ্ন আছে যে,পুরুষ লিঙ্গ কি ছোট হয়ে যেতে পারে কোনো কারণে?

এর উত্তর দিতে গে বলতে হয়.. সাধারণত হয় না। তবে টাইট কাপড়, খুব ঠাণ্ডা, মানসিক বিষণ্নতায় এবং দীর্ঘ দিন হস্তমৈথুন করলে লিঙ্গের টিস্যুগলো ক্ষতিগ্রস্থ হয়ে লিঙ্গের সভাবাবিক আকার নষ্ট হতে পারে। এরকম হওয়াকেই লিঙ্গ ছোট হয়ে যাওয়া বলে অভিহিত করা হয়্।

আপনার শরীররে যদি শুক্রাণুর মাত্রা কমে যায় তবে আপনি অনেক সময় সন্তান জন্ম দিতে অক্ষম হতে পারেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতি মিলিলিটার শুক্রাণুতে ২০ মিলিয়নের কম স্পার্ম থাকলে যেকোনো পুরুষ অনুর্বর হতে পারেন।

বাজে খাদ্যাভ্যাস, ধূমপান, অ্যালকোহল, অনিয়ন্ত্রিত জীবন, ব্যায়ামে অনীহা প্রভৃতি কারণে দিন দিন অনুর্বরতা বাড়ছে। এক্ষেত্রে বিশেষ সহায়ক মসলা রসুন।

কেননা সুস্থ বীর্য তৈরিতে রসুনের জুড়ি মেলা ভার। যৌন অক্ষমতার ক্ষেত্রে রসুন খুব ভালো ফল দিয়ে থাকে৷ রসুন কে ‘গরীবের পেনিসিলিন’ বলা হয়৷ কারণ এটি অ্যান্টিসেপ্টিক এবং immune booster হিসাবে কাজ করে আর এটি অতিঅ সহজলভ্য সব্জী যা আমারা প্রায় প্রতিনিয়ত খাদ্য হিসাবে গ্রহন করে থকি৷

আপনার যৌন ইচ্ছা ফিরে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী৷ কোন রোগের কারণে বা দুর্ঘটনায় আপনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে পেতে সাহায্য করে৷

এছাড়া যদি কোন ব্যক্তির যৌন ইচ্ছা খুব বেশী হয় বা তা মাত্রাতিরিক্ত হয় যার অত্যধিক প্রয়োগ তার নার্ভাস সিস্টেমের ক্ষতি করতে পারে এমন ক্ষেত্রে ও রসুন খুব ই কার্যকরী৷

সেবন বিধি প্রতিদিন নিয়ম করে কয়েক কোষ কাঁচা রসুন খেলে শরীরের যৌবন দীর্ঘ স্থায়ি হয় । যারা পড়ন্ত যৌবনে চলে গিয়েছেন, তারা প্রতিদিন দু’কোয়া রসুন খাঁটি গাওয়া ঘি-এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন।

তবে খাওয়ার শেষে একটু গরম পানি বা দুধ খাওয়া উচিত। এতে ভালো ফল পাবেন। যৌবন রক্ষার জন্য রসুন অন্যভাবেও খাওয়া যায়। কাঁচা আমলকির রস ২ বা ১ চামচ নিয়ে তার সঙ্গে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায়।

এতে স্ত্রী-পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ি হয়। গবেষণায় প্রমাণিত এতে করে ৩ গুণ পরিমাণ শক্তি বেড়ে যায়।

সাবধানতা যাদের শরীর থেকে রক্তপাত সহজে বন্ধ হয় না, অতিরিক্ত রসুন খাওয়া তাদের জন্য বিপদ জনক। কারণ, রসুন রক্তের জমাট বাঁধার ক্রিয়াকে বাধা প্রদান করে।

ফলে রক্তপাত বন্ধ হতে অসুবিধা হতে পারে। তা ছাড়া অতিরিক্ত রসুন শরীরে এলার্জি ঘটাতে পারে। এসব ক্ষেত্রে অতিরিক্ত রসুন না খাওয়াই উত্তম।

রসুন খাওয়ার ফলে পাকস্থলীতে অস্বস্তি বোধ করলে রসুন খাওয়া বন্ধ রাখুন। শিশুকে দুগ্ধদানকারী মায়েদের রসুন না খাওয়াই ভালো।

কারণ রসুন খাওয়ার ফলে তা মায়ের দুধের মাধ্যমে শিশুর পাকস্থলীতে ঢুকে শিশুর যন্ত্রণার কারণ ঘটাতে পারে।

বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

শাকিব অপুর ডিভোর্স এর কথা আসছে কেন?

শাকিব-অপুর ডিভোর্সের কথা আসছে কেন?

এ এইচ মুরাদ

|  ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১০ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৫

তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের মধ্যে সম্পর্কের টানা-পোড়েন চলছে তা দিনের আলোর মতো সত্য। তবে তার মানেই এই নয় যে শাকিব-অপু আলাদা থাকছে।

তবে গেলো কদিন হলো এ তারকা দম্পতির একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিনকে কেন্দ্র করে চিত্রপুরীতে শাকিব-অপুর দ্বন্দ্ব এবং সন্তানের জন্য তারা দুজন মিলে যাবেন এমন অনেক গুঞ্জন ও সংবাদ প্রকাশিত হচ্ছে। আজ ২৭ সেপ্টেম্বর শাকিবপুত্র আব্রাম খান জয়ের জন্মদিন।

কিন্তু এসব সংবাদের কোনো ভিত্তি নেই বলে আরটিভি অনলাইনকে জানালেন নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের এক ঘনিষ্ঠজন।

তিনি বলেন, শাকিব-অপুর সম্পর্ক ঠিক ঠাকই আছে। স্ত্রীর ও সন্তানের প্রতি সব দায়িত্ব পালন করছেন শাকিব খান। অপু বিশ্বাস সন্তানের জন্মদিনের যে আয়োজন করেছে তার সব ব্যয়ও বহন করছেন শাকিব। এছাড়া ছেলের মঙ্গল কামনায় দুটি এতিমখানায় উন্নত খাবার ও মসজিদে দোয়ার আয়োজন শাকিবই করেছেন।   

শাকিবের এই ঘনিষ্ঠজন আরো বলেন, তবে একটা কথা সত্য যে অপু বিশ্বাসের ওপর কিছুটা বিরক্ত শাকিব খান। আর এই বিরক্তির কারণ হলো শাকিবের ক্যারিয়ারে জন্য যা কিছু ক্ষতিকর কিংবা যারা এ নায়কের ক্ষতি চান তাদের সঙ্গেই অপুর মেলামেশা ও আড্ডা! এমনকি গতকাল মঙ্গলবার রাত ১১টা নাগাদও  রাজধানীর গুলশানের নান্দুসে (রেস্টুরেন্ট) শাকিবের এক শত্রুর পরিচালকের সঙ্গে অপুকে দেখা গেছে!

জানা গেছে, কদিন আগেই ‘চালবাজ’ ছবির শুটিং করে লন্ডন থেকে ঢাকায় ফেরেন শাকিব। টানা শুটিংয়ের ফলে নিজেও বেশ ক্লান্ত। তিনি চেয়েছিলেন আপাতত ছেলের জন্য মসজিদ ও এতিমখানায় দোয়ার আয়োজন করবেন। পরে এক সময় সবাইকে নিয়ে ঘটা করে ছেলের জন্মদিন পালন করবেন। কিন্তু অপু শাকিবের কথা না শুনে নিজেই এই জন্মদিনের আয়োজন করেছেন। এতে মন খারাপ হয়েছে শাকিবের। অপুর ওপর মন খারাপ করেই তিনি ছেলের জন্মদিনের ওই অনুষ্ঠানে যাবেন না গুঞ্জন উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শাকিবের বাড়িতে নিয়মিত যাতায়াত আছে অপুর। যেহেতু তারা যোগাযোগ রাখছেন সেক্ষেত্রে তাদের সম্পর্ক ভাঙার যেমন কোনো কারণ নেই আবার নতুনভাবে সন্তানের জন্য যে এক হবার কথা আসছে তারও কোনো ভিত্তি নেই।  

এম/সি